আমার চাচাত বোনকে আমার পছন্দ হয়-কওমি মহিলা মাদ্রাসায় মিশকাতে পড়ে, আমি কুমিল্লা ভারসিটিতে ৩য় বছরে পড়ি । আমার আম্মা-আব্বার সাথে ৩-৪ বছর আগে ওর আব্বার এক হাতাহাতি জগড়া হয়েছিল ।আমার আব্বাকে ওরা সবাই মিলে মারে । এ নিয়া মামলাও হয় ।এর মাঝে আমি অরে পছন্দ করি ।আব্বা বলে কোনোদিন সম্ভব না ।কোনোদিন মেনে নিব না ।আমি মরলেও মানব না ।তরে ছেলে থেকে বাদ দিয়া দিব ,তবু মানব না ।তুই এই মেয়েকে বিয়া করলে আমার জানাজা পড়াতে আসবি না।তোরে সব সম্পদ থেকে বঞ্চিত করব ।আর কোনোদিন ফেমিলিএর সাথে রিলেশন রাখতে পারবি না ...।এই বলতেছে ...।।এখন আমি কথা বলার গোনাহ থেকে বাচার কারনে গোপনে শুধু বিবাহ করেছি ,এটা কেউ জানে না,আমার আম্মা-আব্বা জানে না।আমি লেখাপড়া শেস করে সবাইকে জানাব । এখন আমার প্রশ্ন হলো - এই অবস্তায় আম্মা-আব্বা ছাড়া কি সংসার জীবন চালাইলে- আমার গোনাহ হবে কি? মরার পরে আমার কবরে কি আজাব হবে ?
Please login or Register to submit your answer