ইসলামের নিয়ম মেনে বিপরীত লিঙ্গের সাথে অযাচিত কথাবার্তা এড়িয়ে চলার কারণে আমার কোন মেয়েবন্ধু নেই। আমার সমসাময়িক ব্যাচমেটরা তাদের দীর্ঘদিনের ছেলেবন্ধু বা মেয়েবন্ধুর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে পড়ছেন। আমি পারিবারিকভাবে বিবাহের চেষ্টা করেছিলাম, কিন্তু যে সব পছন্দসই মেয়েদের পেয়েছি, তাদের খোঁজখবর করতে গিয়ে জানতে পেরেছি যে, তারা সবারই কোন না কোন সময় বয়ফ্রেণ্ড ছিল। এ অবস্থায় আমার কী করণীয় হতে পারে? ইসলামী নিয়ম পালন করা বাদ দিয়ে গার্লফ্রেণ্ড খুঁজব নাকি চিরকুমার থাকব?
Please login or Register to submit your answer