1 Answers
মাসিক আদর্শ নারী সারা দেশে পত্রিকার স্টলে বা হকারদের নিকট পাওয়া যায়। অথবা সরাসরি গ্রাহক বা এজেন্ট হয়ে পত্রিকাটি সংগ্রহ করা যায়।
সরাসরি গ্রাহক হয়ে প্রতি মাসে ১ কপি করে পেতে এক বছরের রেজিস্টার্ড ডাকের ফি ৩২০ টাকা অথবা বিকাশে খরচ সহ ৩২৫ টাকা মাসিক আদর্শ নারীর বিকাশ পারসোনাল নম্বর 01791-997733 এ বিকাশ সেন্ড মানি করলে এবং পূর্ণ ঠিকানা ও টাকা পাঠানোর উদ্দেশ্য লিখে সেই নাম্বারে মেসেজ করে দিলে গ্রাহক করে নেয়া হবে এবং পত্রিকা পাঠানো হবে।
এজেন্ট হওয়ার জন্য কপি সংখ্যা জানাতে হবে এবং ঠিকানা দিতে হবে। আর প্রথমবার জামানত হিসেবে ২০ টাকা পাঠাতে হবে (বিকাশে পাঠাতে পারেন-- মাসিক আদর্শ নারীর বিকাশ পারসোনাল 01791-997733 নম্বরে।
এরপর এজেন্ট করে পোস্ট অফিসের মাধ্যমে ভিপিতে পত্রিকা পাঠানো হবে। পত্রিকা হাতে পেয়ে পোস্ট অফিসে টাকা পরিশোধ করতে হবে। প্রতি কপির খুচরা মূল্য ২০ টাকা মাত্র। পাইকারী ৪০ কপির নীচে 20% কমিশন। ৪০ কপি থেকে ২৫% কমিশন। ১০০ কপি থেকে ৩০% কমিশন। পত্রিকা পাঠানোর ডাক খরচ পত্রিকা কর্তৃপক্ষ বহন করবে।
তবে টাকা পাঠানো বাবদ ডাক খরচ মনি অর্ডার ফি ১ম শ'তে ৫ টাকা এর পর প্রতি শ'তে ৩ টাকা হারে গ্রহণ করবে।
Please login or Register to submit your answer