দু’আ

Mahmudul Hassan asked 5 years ago
আসসালামু আলাইকুম...আমার এক ভাই আমাকে প্রশ্ন করে যে, ”ভাই সকল মানুষের জন্য একসাথে হেদায়েতের দু’আ করা যাবে নাকি?” আমি বললাম ”করা যাবে” । (যেহেতু আমি আনেক আলেমকে বলতে শুনেছি) । কিন্তু সে আমাকে বলল “ ভাই এটা কি সম্ভব! যেহেতু আমরা জানি যে, এটি একটি সচরাচর বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা সবাইকে হেদায়েত দিবেন না । কিন্তু এটা ঠিক আছে যে, যেমন ধরেন আমি যদি কাফের হই তাহলে স্পেসিফিকলি আমার জন্য দু’আ করা যায় । তবে সকলের জন্য দু’আ করাটা এমন হল না! যে দু’আ করাটা আল্লাহর উপর দিয়ে কেমন যেন বেয়াদবীর মত হল না ?” তখন আমি তাকে বললাম “আমি আপনাকে তাহক্বীক করে জানাব ইংশাআল্লাহ” । এখন হযরত যদি মেহেরবানী করে উক্ত প্রশ্নের তাহক্বীকমূলক জবাব প্রদান করতেন, তাহলে খুব উপকৃত হব ইংশাআল্লাহ! জাযাকাল্লাহু খইর । আসসালামু আলাইকুম...