তালাক

Talha asked 6 years ago
আমি ২০ দিন আগে বিয়ে করেছি । আমার বউয়ের আগে এক জায়গায় বিয়ে হয়েছিল। আমার বউ সেখান থেকে ডিবোর্স নিয়েছে ডিবোর্স পেপারে স্বামীর সাক্ষর আছে তবে স্বামী তাকে ছাড়তে চায়নি তালাক উচ্চারণ করে তালাক দেয়নি শুদু ডিবোর্স পেপারের মাধ্যমে তালাক হয়েছে উভয় পক্ষের উপস্থীতিতে। তারপর ইদ্দত শেষে তাকে আমি বিয়ে করি এখন আমার সাথেও কয়েকবার সহবাস হয়েছে। এখন আমার প্রশ্ন হলো শরীয়াহ অনুযায়ী তার আগের স্বামির সাথে কি তালাক হয়েছে? আর সে কি এখন আমার জন্য বৈধ?
1 Answers
ডিভোর্স পেপারে সাইন করার দ্বারা তালাক পতিত হয়ে গেছে।  চাই ইচ্ছাকৃত করুক বা অনিচ্ছাকৃত।  কাজেই যদি আপনি মহিলার ইদ্দত শেষ হয়ে যাওয়ার পর বিয়ে করে থাকেন তাহলে বিয়ে সহি হয়েছে। কোন  অসুবিধা নেই।