আসসালামুআলাইকুম ওরাহমাতুল্লাহ।কোন মেয়েকে ধরেন তালাকের পাওয়ার দিছে।তার মনে সবসময় তালাকের ওয়াসওয়াসা চিন্তা ঘুরে বেড়ায়।সে কিছুতেই স্বামীকে হারাতে চায় না।সে স্বামীর কাছে থেকে দূরে থাকে।মেসেজে কথা হয়।তহ তার স্বামী দোকানদার।তহ মেয়েটা স্বামীকে জিগ্যেস করে মেসেজে বেচা কেনা বেশি করেন মনে হয়।এটা বলার সময় ওর মনে আবার ওয়াসওয়াসা আসে তালাকের।ওওয়াসওয়াসা আসে যে তালাক হয়ে গেছে আর তালাকের পর স্বামীর সাথে কথা বলতেছে আর এমনিতে যোগাযোগ রাখছে। পরে সে আবার মনে মনে না না করে। কিন্তুু সে চায় না কিছুতেই এমনটা সে স্বামীকে হারাতে চায় না।সে সবসময় এসব কিছু নিয়ে ভয় পায়।তহ এমন চিন্তা আসার কারনে কি তালাক হয়? আর যার প্রশ্ন সেই মেয়েটা এভাবে প্রশ্ন করলে আপনাদের এইখানে, তহ প্রশ্ন করার কারনে কি বৈবাহিক কোন সমস্যা হবে? ২ টা উত্তরই দিয়েন দয়া করে।মেয়েটা কিছুতেই নিজেকে তালাক দেয় নি।
Please login or Register to submit your answer