কোন পুরুষের যদি যেীন অক্ষমতা থাকে তাহলে এমন পুরুষের ক্ষেত্রে বিবাহ করা হালাল নাকি হারাম ? অথবা কোন পুরুষ যদি যেীন অক্ষমতা গোপন করে বিয়ে করে এবং পরবর্তিতে তার সেই বিবাতিা স্ত্রী তাকে অক্ষমতার দরুন তালাক দিতে চায় তবে তার তালকের নিয়ম কী ?
1 Answers
শারিরীক সক্ষমতার সাথে স্ত্রীর ভরণ পোষণ চালাতে সক্ষম হলেই কেবল বিয়ে করার অনুমোদন রয়েছে। অন্যথায় নাজায়েজ হবে।
يَا مَعْشَرَ الشَّبَابِ، مَنِ اسْتَطَاعَ البَاءَةَ فَلْيَتَزَوَّجْ، فَإِنَّهُ أَغَضُّ لِلْبَصَرِ وَأَحْصَنُ لِلْفَرْجِ، وَمَنْ لَمْ يَسْتَطِعْ فَعَلَيْهِ بِالصَّوْمِ فَإِنَّهُ لَهُ وِجَاءٌ
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হে যুব সম্প্রদায়! তোমাদের মাঝে যারা বিয়ে করতে সামর্থ রাখো, তারা বিয়ে করে ফেলো, কেননা তা চোখকে নিম্নমুখী করে, এবং লজ্জাস্থানকে হিফাযত করে, যদি বিয়ে করতে সামর্থবান না হও, তাহলে রোযা রাখো, কেননা, তা যৌন ক্ষুধা দমন করে। [বুখারী, হাদীস নং-৫০৬৬, ৪৬৯৫]
Please login or Register to submit your answer