আমি মুহাম্মাদ জাফর। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৩য় বর্ষে অধ্যায়রত। আমি পড়াশুনার খরচ জোগাতে টিউশনি করাই। এতে আলহামদুলিল্লাহ্ যে টাকা পাই তাতে আমার খানার খরচ চলে যায়। কিন্তু পড়াশুনার বাবদ প্রতি বছর গড়ে প্রায় আমার ১৫-২০ হাজার টাকা কর্য নিতে হয়। আমার বড় ভাই এবং বড় বোনদ্বয় মাঝে মাঝে আমার হাত খরচের জন্য কিছু টাকা দেয়। এ ছাড়া আমার আয়ের অন্য কোন উৎস নাই।
উল্লেখ্য আমার বাবা মৃত । আমাদের যে পরিমাণ কৃষি জমি আছে তা থেকে বছরে প্রায় প্রায় পাঁচ হাজার টাকার মত ফসল পাই। আমার বড় বোনদ্বয় বিবাহিত এবং আমার ভাই একটি বেসরকারি নার্সিং কলেজে চাকুরি করে মাসে অল্প কিছু টাকা বেতন পায়।
মুহতারাম মুফতি সাহেবের কাছে আমার প্রশ্ন, ইসলামী ব্যাংক থেকে (গরীব ও মেধাবী ছাত্রদের) জন্য ইসলামী ব্যাংকের যাকাত ফান্ড থেকে যে যাকাতের টাকা শিক্ষা বৃত্তি হিসেবে দিয়ে থাকে তা কি আমি নিতে পারব ?
উল্লেখ্য আমার বাবা মৃত । আমাদের যে পরিমাণ কৃষি জমি আছে তা থেকে বছরে প্রায় প্রায় পাঁচ হাজার টাকার মত ফসল পাই। আমার বড় বোনদ্বয় বিবাহিত এবং আমার ভাই একটি বেসরকারি নার্সিং কলেজে চাকুরি করে মাসে অল্প কিছু টাকা বেতন পায়।
মুহতারাম মুফতি সাহেবের কাছে আমার প্রশ্ন, ইসলামী ব্যাংক থেকে (গরীব ও মেধাবী ছাত্রদের) জন্য ইসলামী ব্যাংকের যাকাত ফান্ড থেকে যে যাকাতের টাকা শিক্ষা বৃত্তি হিসেবে দিয়ে থাকে তা কি আমি নিতে পারব ?
Please login or Register to submit your answer