🔥 কর্মব্যস্তদের ইলমে দ্বীন নাইট কোর্সে ভর্তি চলছে!

কর্মব্যস্ত জেনারেল শিক্ষিতদের জন্যে বাসায় বসেই রাতের বেলা ২ ঘণ্টা করে ইলমে দ্বীন শেখার সুযোগ!

জনপ্রিয় ইসলামী ম্যাগাজিন মাসিক আদর্শ নারী সম্পাদক মুফতী আবুল হাসান শামসাবাদী পরিচালিত মারকাযুদ দুরুস নৈশ মাদরাসার উদ্যোগে
সর্বস্তরের ব্যবসায়ী, চাকুরীজীবি বা অন্যান্য কর্মব্যস্তদের জন্য অনলাইনে রাতের বেলায় জরুরিয়্যাতে দ্বীন শিক্ষার ব্যবস্থা।

এ কোর্সের মাধ্যমে পবিত্র কুরআন সহীহ শুদ্ধভাবে তিলাওয়াত ও তাজবীদ শিক্ষাসহ কুরআন মাজীদ ও হাদীসের অর্থ বুঝতে আরবী সাহিত্য, আরবী ব্যাকরণ ইলম সরফ, ইলমে নাহব প্রভৃতি এবং শরয়ী মাসায়িল ও আহকামের বিষয়ে প্রয়োজনীয় জ্ঞান অর্জনের লক্ষ্যে ইলমে ফিকহ শিক্ষা দেয়া হবে। সেসাথে আরবিতে কথা বলা ও লেখার যোগ্যতা অর্জন হবে ইনশাআল্লাহ।

ক্লাস শুরু—- ১৬ জুলাই ২০২২

কোর্স নিয়মাবলী:
১. ব্যবসায়ী, চাকুরীজীবি ও কর্মব্যস্তদের জন্য ১ বছর মেয়াদী কোর্স।
২. সপ্তাহে ৪ দিন ক্লাস। বৃহস্পতি, শুক্রবার ও সোমবার বন্ধ।
৩. প্রতিদিন রাত ৯টা থেকে ১১টা পর্যন্ত ক্লাস। প্রতি ক্লাস আধা ঘণ্টা করে।
৪. ক্লাস অনুষ্ঠিত হবে Zoom Pro অ্যাপসের মাধ্যমে।
৫. সারা বছরের সকল ক্লাসের ইউটিউব ভিডিও লিস্ট থাকবে।
৬. বছর শেষে আকর্ষণীয় সমাপনি অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষাবর্ষের সমাপ্তি।

কোর্স কারিকুলাম:
১. কুরআন মাজীদ সহীহভাবে তিলাওয়াত ও তাজবীদ।
২. কুরআন মাজীদ ও হাদীসের অর্থ বোঝার জন্য আরবী ব্যাকরণ, ইলমে সরফ, ইলমে নাহু ইত্যাদি।
৩. শরয়ী মাসায়িল ও আহকামের বিষয়ে জ্ঞান অর্জনের লক্ষ্যে ইলমে ফিক্হ।
৪. সহীহ আকিদা জানার লক্ষ্যে ঈমান আকিদা সেশন।
৫. নবীজীর জীবনী তথা সীরাত পাঠ।
৬. উর্দু ভাষা শিক্ষা।
৭. আরবী সাহিত্য।
৮. আরবী ভাষায় কথা বলা ও লেখা।
৯. আরবী হাতের লেখা অনুশীলন।
১০. সাপ্তাহিক ধর্মীয় মাসআলা মাসাইল প্রশ্নোত্তর লাইভ সেশন।

💥 ইলমে দ্বীন কোর্সে ভর্তি ফরম পূরণ করুন https://forms.gle/VdRC5ixXKpdsbQtb9

ভর্তি ফি ১০০০/-
মাসিক ফি ১০০০/-
আর্থিক সমস্যা থাকলে ছাড় রয়েছে।

কোর্সের বিস্তারিত জানতে নীচের লিঙ্কে ক্লিক করুন
https://cutt.ly/2Gogbql

শিক্ষাসচিব – facebook.com/said.al.hasan
Whatsapp ওয়াটস্‌অ্যাপ করুন- 01301-401 036

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version