“আরেকটি রোজা রাখতে পারলে ভালো হতো” এসব বলা মুর্খতা : আল্লামা বাবুনগরী

হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা জুনাইদ বাবুনগরী বলেছেন, “রোজা যদি ৩০ টি হতো তাহলে ভালো হতো” এসব কথা বলে মুর্খতার পরিচয় দিবেন না। আপনি কি আল্লাহ তায়া’লার চেয়ে বেশি বুঝেন? নাকি আল্লাহ তায়া’লাকে পরামর্শ দিচ্ছেন? আল্লাহ তায়া’লা যদি রোজা ২৯ টা দেন তাহলে আপনি বলার কে?

সোমবার (৩ জুন) দারুল উলুম মাঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার বড় মসজিদে ইতেকাফরত মুসল্লীদের উদ্দেশ্যে বয়ান করার সময় এসব কথা বলেন।

আল্লামা বাবুনগরী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদীসের উদ্ধৃতি দিয়ে বলেছেন, “আরবি মাস হয়তো ২৯ দিনের হবে অথবা ৩০ দিনের”। তাই কোনো মাস যদি ২৯ দিনের হয় তাহলে এ কথা বলার অবকাশ নেই যে একদিন কম হয়ে গেল বা আরেকদিন রোজা রাখতে পারলে ভালো হতো। আল্লাহ তায়া’লা আমাদের যা দিয়েছেন তাই দ্বীন। আমরা নিজ থেকে কিছু চাপিয়ে নিতে পারিনা।

এসময় আল্লামা বাবুনগরী বলেন, আমাদের ইবাদতের একমাত্র উদ্দেশ্য হবে আল্লাহ তায়া’লাকে সন্তুষ্ট করার জন্য। আল্লাহ তায়া’লা সন্তুষ্ট হলে সবকিছু আমাদের জন্য সহজ হয়ে যাবে। আল্লাহ তায়া’লা রমজান মাস আমাদের দিয়েছেন নিজেদের পরিশুদ্ধ করার জন্য। তাই রমজানের পরেও যেনো এ ধারা অব্যাহত থাকে।

ইনসাফ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version