খতমে বুখারির প্রথা বিদআতের পর্যায়ে চলে যাচ্ছে : দেওবন্দের মুহতামিম

উপমহাদেশের অন্যতম দীনি প্রতিষ্ঠান দারুল উলুম দেওবন্দের মুহতামিম আল্লামা নোমানী বলেছেন, বর্তমানে বিভিন্ন মাদরাসায় খতমে বুখারির নামে যে মাত্রাতিরিক্ত প্রথা চালু হয়েছে তা বিদয়াতের পর্যায়ে চলে যাচ্ছে। জামেয়া পটিয়া দেশের শীর্ষ স্থানীয় মাদরাসার সমূহের মধ্যে অন্যতম। তাই আমি এই শীর্ষ মাদরাসা থেকে দেশের বিভিন্ন অঞ্চলে অবস্থিত মাদরাসা সমূহের দায়িত্বশীলদের প্রতি আহবান জানাচ্ছি বিদয়াত সন্নিকট এসব প্রথা সমূহ থেকে বিরত থাকার জন্য।

সোমবার (২৫ মার্চ) চট্টগ্রাম জামেয়া ইসলামিয়া পটিয়া মাদরাসায় খতমে বুখারি মাহফিলে তিনি এ কথা বলেন।

আলোচনায় তিনি আরও বলেন, দারুল উলুম দেওবন্দে কোনো অনুষ্ঠান করে বুখারি শরীফ শেষ করা হয় না। এমনকি মাদরাসার শিক্ষক ও ছাত্ররাও জানেন না কখন বুখারী শরীফ সমাপ্ত করা হচ্ছে। সুতরাং এসব বিষয়ে সতর্ক থাকা এবং এসব বন্ধ হওয়া প্রয়োজন।

পটিয়া মাদরাসার মুহতামিম মাওলানা আবদুল হালিম বোখারির সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে আরও উপস্থিত ছিলেন জামেয়ার প্রধান মুফতী ও মুহাদ্দিস মাওলানা হাফেজ আহমদ উল্লাহ, সিনিয়র মুহাদ্দিস মুফতী শামসুদ্দীন জিয়া, সহকারী পরিচালক মাওলানা আবু তাহের নদভী, শিক্ষাপরিচালক মুফতী জসিমুদ্দীন কাসেমী-সহ স্থানীয় ওলামায়ে কেরাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version