gopon gunah

Riyad Muhammad Arefin Sohan asked 3 years ago

আসসালামু আলাইকুম হুজুরঅপবাদের হাত থেকে বাঁচতে নিজের ও অন্যের গোপন গুনাহ প্রকাশ করা যাবে? যেমন, কারো চরিত্র নিয়ে কুৎসা রটালো বিপরীত লিঙ্গের মানুষজন, তাকে নানান খারাপ ট্যাগিং দেয়া হল, তার নামে বিভিন্ন অভিযোগ আনা হল যা পুরোপুরি সত্য নয় - সত্য মিথ্যার সংমিশ্রণে একপাক্ষিক বর্ণনা, অনলাইনে ও তার সকল পরিচিতদের মধ্যে এগুলো ছড়িয়ে দেয়া হল, তার পরিবার পর্যন্তও ব্যাপারটা পৌঁছে দেয়া হল, শারীরিকভাবে অত্যাচার করা হল তাকে এ নিয়ে যার কারণে সে সকল অভিযোগ স্বীকার করে নিতে বাধ্য হল মিথ্যা সাক্ষ্য দিয়ে এবং অন্যদেরকে নির্দোষ বলে স্বীকৃতি দিল নিজেকে অত্যাচার থেকে বাঁচাতে, অন্যদিকে অভিযোগকারীরা তার সাথে মিলে যা যা করেছে সেগুলো গোপন করে গেল আর অস্বীকার করল, সব দোষ তার ঘাড়ে দিয়ে গেল।এখন এগুলো থেকে পরিত্রাণ পেতে বা নিজেকে ডিফেন্ড করতে বা নিজের সম্মান ও সেফটির জন্য সত্যগুলো ডিটেইলসে প্রকাশ করা যাবে পরিচিতদের মধ্যে বা পাবলিকলি? সত্যগুলোর মধ্যে অশ্লীলতা, বেহায়াপনা, ফ্রি মিক্সিং, গীবত ইত্যাদি বিদ্যমান প্রচুর পরিমাণে (যার অর্ধেক বিভিন্ন মানুষের সামনে বা পাবলিক প্লেসে চলত, অর্থাৎ পুরোপুরি গোপনীয়ও নয় ব্যাপারগুলো, কিছু গোপনে কিছু প্রকাশ্যে ছিল)