For someone

Nazmul Hasan asked 4 years ago
আসসালামু আলাইকুম। আমি কতিপয় লোকের কিছু প্রশ্নের সম্মুখিন হয়েছি। উত্তরটা পেলে আশা করা যায় তাকে সহিহ বিষয়টা বুঝিয়ে দিতে পারবো। তাই হযরত ওলামায়ে কেরামের কাছে রেফারেন্স সহ উত্তরটি দ্রুত পাওয়ার আশা করছি।1। আমি একটি কোম্পানীতে চাকুরী করি। সেখানে ছোট একটা কক্ষে যোহর, আছর, মাগরিব এই নামাজগুলো পড়া হয়। প্রায় সময় জামাতও হয়। তার সাথেই ছেলে মেয়েরা একসাথে খাবার খায়। প্রশ্ন হলো নামাজের জন্য সেখানে আযান দেওয়া জরুরী কিনা। নাকি শুধু ইকামত হলেই চলবে।2। সহিহ বুখারী কোন সাধারণ মানুষ (স্কুল কলেজে লেখাপড়া করেছে) এমন ব্যক্তির জন্য পড়া উচিত হবে কিনা। যদি পড়া উচিত না হয় তাহলে এর ক্ষতিকর দিকটি কোথায়?3। আকিকা 7 দিনে দেওয়া সুন্নত এটা ওলামাদের নিকট থেকে শুনেছি। কতিপয় কিছু ওলামায়ে কেরামের কাছে শুনেছি কেউ অসমর্থ হলে এটা পরেও দেওয়া যায় । প্রশ্ন হলো, আমরা যেহেতু শুনেছি রসূল (স) বলেছেন 7ম দিনে আকিকা দিতে হবে। কেউ যদি 7 দিনে কাকিকা না দেয় তাহলে এটা পরে দেওয়া সুন্নত হবে কিনা? আর যদি সুন্নত না হয় , তাহলে আমরা কেন দিব।