মুখে বলার দ্বারা হুরমতে মুসাহারা সাব্যস্ত হওয়া

প্রশ্নোত্তর বিভাগCategory: ধর্মীয় জিজ্ঞাসামুখে বলার দ্বারা হুরমতে মুসাহারা সাব্যস্ত হওয়া
nazrul islam asked 3 years ago

শেইখ।আমি আসলে একটা মানসিক রোগে আক্রান্ত যার নাম ocd বা শুচিবায়ু।এই রোগীদের একটা সমস্যা হয় যে সব জিনিষ নিয়ে অতিরিক্ত ভাবে আর সব জিনিষ পারফেক্ট করত চায়।আমি সম্প্রতি হুরমতে মুসহারাত এর মাসআলা সম্পর্কিত একটা ভিডিও ইউটিউবে দেখতে পাই।ওখানে যে মুফতি ছিল সে বলছিলেন যে কোনো পুরুষ স্বীকার করে যে সে তার শ্বাশুড়ীর সাথে যিনা/সঙ্গম করে সাথে সাথে তার বিয়ে ভেঙে যায়।সে যদি মজা করে এই কথা বলে যদি তা নাও করে তাহলেও নাকি তার বিবাহ ভাঙবে এমন কথা সেই মুফতি বলেন।এরপর থেকে আমার মধ্যে এই রোগ অনেক বেড়ে গিয়েছে।আমি একজন মেয়েকে বিয়ের প্রস্তাব দিতে চাচ্ছিলাম।কিন্তু দেখা গেছে এই মাসআলা শোনার পর থেকেই আমি সারাদিন মনের মধ্যে বলতে ” আমি তার মায়ের সাথে যিনা করি নাই”। বলতে বলতে দেখা যায় যে আমি আমার মনের মধ্যে ইচ্ছাকৃত ভাবে বলে ফেলেছি যে ,” আমি তার মায়ের সাথে যিনা করেছি”।মাঝে মধ্যে এই বিষয়টা আমি নিয়ন্ত্রণ করতে পারি মাঝে মধ্যে পারিনা ।আবার মাঝে মধ্যে এই কথাগুলোর অর্ধেক আমার মুখ থেকে দেখা যায় বের হয়ে যায় আবার অর্ধেক আমি মনে মনে বলি।আবার মাঝে মধ্যে দাঁত মাজার সময় বা খাওয়ার সময় যখন ঠোঁট নরে তখনও এইসব কথা আমি বলি।কিন্তু সেই অনুযায়ী ঠোঁট নোরে কিনা সেইটা আমি নিশ্চিত না।আমার মধ্যে সব সময় একটা ভয় এবং অস্থিরতা কাজ করছে।আমার মত মানসিক বিকারগ্রস্থ রোগীদের ক্ষেত্রে শরিয়তে এর হুকুম কি আর ওই কন্যার সাথে কি আমার বিবাহ জায়েজ?শেইখ বারবার বিরক্ত করার জন্য দুঃখিত।

1 Answers

শুধু মুখে যিনার কথা বলার দ্বারা হুরমতে মুসাহারা সাব্যস্ত হয় না। এ সম্পর্কে আমাদের বিস্তারিত আর্টিকেল দেখুন https://adarshanari.com/featured/8330/