হালাল-হারাম সম্পর্কিত

প্রশ্নোত্তর বিভাগCategory: ধর্মীয় জিজ্ঞাসাহালাল-হারাম সম্পর্কিত
NURUL HAKiM asked 4 years ago
আসসালামুয়ালাইকুম! সম্মানীত মুফতি সাহেব, আমার জানার বিষয় হচ্ছে... আমি ওমানে থাকি। এখানে আমি ব্যক্তিগতভাবে টাইপিং (Typing) এর কাজ করি। বিভিন্ন শ্রেণীর মানুষ আমার কাছে কৌটেশন (Quotation) বানাতে আসে। কৌটেশন বলতে বুঝায়, কোম্পানি থেকে কাজ নেওয়ার জন্য কাজের বর্ণনা এবং মূল্য দিয়ে যে পেপার তৈরী করা হয়। অর্থাৎ এই এই কাজ, এই এই ভাবে করব, সামান আমি দিব, মূল্য এত … টাকা অথবা সামান আপনারা দিবেন শুধুমাত্র পারিশ্রমিক এত … টাকা। এখানে আমার যে বিষয়টা জানার তা হলো, তারা অনেক সময় একই কাজের কৌটেশ ভিন্ন ভিন্ন মূল্য দিয়ে ভিন্ন ভিন্ন কোম্পানির লেটার হেড-এ করে। এর কারন হচ্ছে, কোম্পানি কাজ কন্ট্রাকে দেওয়ার পূর্বে ৩ বা একাধিক ব্যক্তির কাজ থেকে কৌটেশন গ্রহন করেন। এর মধ্যে যার মূল্য তুলনামূলকভাবে কম, তাকে কাজ কন্ট্রাকে দেয়। অনেক সময় কোম্পানির ইঞ্জিনিয়ারের সাথে কন্ট্রাকটরের চুক্তি হয় যে, আপনি কাজটি আমাকে দেন, আমি আপনাকে এত টাকা বা এত পার্সেন্ট দিব। তাই উক্ত ইঞ্জিনিয়ার এক ব্যক্তির কাজ থেকে ভিন্ন ভিন্ন কোম্পানির লেটার হেডে তিনটি কৌটেশন নিয়ে উপরস্থ কর্মচারীদের কাছে সাবমিট করে যে, আমি তিন ব্যক্তির কাজ থেকে কৌটেশন নিয়েছি এখানে এই ব্যক্তির মূল্য সবার চেয়ে কম। এটা একটা সূরত। আরেকটি সূরত হচ্ছে, অনেক সময় দেখা যায়, কাজটি খুবই জরুরী। তিন কোম্পানির কাজ থেকে কৌটেশন নেওয়ার সময় নেই। তাই কোন এক ব্যক্তি বা কোম্পানিকে বলে তুমি বা তোমরা এই কাজটি কর। পরে যেহেতু, উপরস্থ কর্মকর্তাকে দেখাতে হবে যে, তিন ব্যক্তির কাজ থেকে কৌটেশন নিয়ে কাজটি দিয়েছি, সেজন্যে উক্ত এক ব্যক্তির কাজ থেকে ভিন্ন ভিন্ন মূল্যে একাধিক কৌটেশন গ্রহণ করে, এক্ষেত্রে ইঞ্জিনিয়ার কোন সুবিধা ভোগ করে না। এখানে আমি যে বিষয়টা নিয়ে দ্বিধাদ্বন্দ্বিত সেটা হচ্ছে, আমি একটি কৌটেশন টাইপ করে দিলে মূল্য হিসাবে পাই ওমানি আধা রিয়াল (অর্থাৎ ৫০০ শত বয়জা/পয়সা)। আমার কাজ হচ্ছে শুধুমাত্র পেপার টাইপ করে দেওয়া, আর কোন কিছুর সাথে আমার সম্পৃক্ততা নেই। আমার প্রশ্ন হচ্ছে, এই ধরনের পেপার টাইপ করে দিলে কি আমি গুনাহগার হব? অনুগ্রহকরে জানালে অনেক উপকৃত হব, ইনশাআল্লাহু তায়ালা। জাযাকাল্লহু খায়রন।   মুহাম্মদ নুরুল হাকিম মাস্কাট, ওমান