হালাল হারাম / জায়েজ নাজায়েজ

প্রশ্নোত্তর বিভাগCategory: ধর্মীয় জিজ্ঞাসাহালাল হারাম / জায়েজ নাজায়েজ
Md Wahid Bin Ismail asked 3 years ago

আসসালামু ওয়ালাইকুম আমার প্রশ্ন হচ্ছে,যারা কোম্পানীর কর্ণধার, তারা যদি তাদের উৎপাদনমুখী প্রতিষ্ঠানকে চালানোর জন্য তার নিজস্ব কিছু নিয়ম মতো চলে যেমন:১.উনি যদি ট্যাক্স ফাঁকি দেয়২.হালাল উপাদান বাজার থেকে কিনে পণ্য উৎপাদন করে আয়তনে কম বেশী করে থাকেন৩.খাবার ও ঔষুধ উৎপাদন এর সময় মিথ্যা বা ধোঁকার সংমিশ্রণ করেন৪.যদি ভেজাল এর সংমিশ্রণ করে পণ্য উৎপাদন করার সময়৫.ব্যবসা পদ্ধতি MLM / NETWORK MARKETINGযা বিক্রি করবে তার উপর যে পয়েন্ট আছে তার টাকা পুরোটাই পাবেন।শর্ত যদি থাকে যেমন কোম্পানী ১০০০০০ টাকা পুরস্কার দিবেপরে যদি শর্ত পূরণ করতে পারলেন না তাহলে ১০০০০০ টাকা পাবেন নাকিন্তু পয়েন্টের যে টাকা তা ঠিকই পাবেন।এখন প্রশ্ন হচ্ছে১.ট্যাক্স ফাঁকি দেওয়ার জন্য নিজে যদি মালিককে এ ব্যাপারে সাহায্য করি অথবা বিভিন্ন পন্থা অবলম্বন করি তাহলে কি চাকরি হালাল না হারাম / জায়েজ নাকি নাজায়েজ।২.আর যারা এই কোম্পানীর অন্য বিভাগগুলোতে কাজ করে তাদের চাকরি হালাল না হারাম / জায়েজ নাকি নাজায়েজ।৩.এই অবস্থায় চাকরি ছাড়লে অনেক সমস্যা হবে / এই কোম্পানিতে চাকরি করা যাবে কিনা৪.যদি শরীয়তে থাকে কোনো উপায় নাই ছাড়তে হবে৫.একটু ভালো থাকার জন্য এখন ছাড়া যাবে না ছাড়লে ভালো ভাবে চলা যাবে না কিন্তু মোটামুটি একটু কষ্ঠে চলা যাবে।

1 Answers
Best Answer

১। ট্যাক্স ফাঁকি দেয়া জায়েজ নেই।

২। আয়তনে কম বেশি করা জায়েজ নেই।

৩। মিথ্যে ও ধোঁকার সংমিশ্রণ হারাম।

৪। ভেজাল মিশ্রণ করা হারাম।

৫। এমএলএম ব্যবসা সম্পূর্ণ ভাবে হারাম। বিস্তারিত পড়ুন https://adarshanari.com/tag/mlm/

হারাম বা না জায়েজ কাজে কাউকে সাহায্য করাও হারাম।

হারাম কাজের সাথে যুক্ত এমন কোম্পানিতে চাকরি করাও জায়েজ হবে না। দ্রুত অন্য হালাল চাকরি খুঁজবে। কষ্ট হলেও যেভাবেই হোক হারাম পরিহার করতে হবে। এতেই আল্লাহ বরকত দেবেন,