হস্তমৈথুনে কৃত্রিমভাবে বীর্যপাত না ঘটালে গোসল ফরজ হবে কি?

প্রশ্নোত্তর বিভাগCategory: ধর্মীয় জিজ্ঞাসাহস্তমৈথুনে কৃত্রিমভাবে বীর্যপাত না ঘটালে গোসল ফরজ হবে কি?
প্রশ্নঃ (১) হস্তমৈথুনের পরে কৃত্রিমভাবে অর্থাৎ অন্ডকোষের নিচে মুত্রনালীতে চাপদিয়ে ধরলে তৎক্ষনাৎ বীর্যপাত না হলে গোসল ফরজ হবে কি ? (২) হস্তমৈথুনের পর উল্লেখিত কারনে বীর্যপাত না হলে এ অবস্থায় অজু করে নামাজ, কোরআন তেলাওয়াত, মসজিদে প্রবেশ এবং জিকির আযকারসহ অন্যান্য আমল করা যাবে কিনা দয়া করে শীঘ্রই জানালে উপকৃত হবো।