সূরা হাশরের শেষ ৩ আয়াতের ফজীলত বিষয়ে জানতে চাই।

প্রশ্নোত্তর বিভাগCategory: ধর্মীয় জিজ্ঞাসাসূরা হাশরের শেষ ৩ আয়াতের ফজীলত বিষয়ে জানতে চাই।
Mukhles bin jamal asked 4 years ago
সত্তুর হাজার ফিরিশতা সূরা হাশরের শেষ ৩ আয়াত ফজর এবং মাগরিবের পর তিলাওয়াত কারীর জন্য দোয়া করেন। এই মর্মে কোনো হাদীস আছে কিনা? থাকলে দয়া করে জানাবেন। আর না থাকলে আসলে প্রকৃত ফজীলত কি জানতে চাই।