রোযা সংক্রান্ত

Shahin asked 5 years ago
  1. আমার পাইলস অপারেশন হয়েছে।এখন ডাক্তার বলেছে বিভিন্ন ঔষধ খাওয়ার পাশাপাশি মলধার জীবানুমুক্ত করার জন্য সেখানে গরম পানির সেক নিতে হবে। তারপর সেখানে জীবানু বিরোধী তরল ঔষধ (viodin-10%) লাগাতে বলেছে।আমিও সেভাবেই ব্যবহার করছি।আমার কাছে মনে হয়ঔষধটা তরল হওয়ার কারনে এটা মলধার দিয়ে ভিতরে ঢুকে। আমার প্রশ্ন- এমন জঠিল অবস্হায় রোযা রেখে পায়খানার রাস্তায় কোন ঔষধ ঢুকলে রোযার কোন কাযা, কাফফারা লাগবে কিনা বা রোযা ভাংবে কিনা?
1 Answers
জি রোযা ভেঙ্গে যাবে। তবে পরবর্তীতে শুধু ক্বাযা করতে হবে। কাফফারা করা লাগবে না।