মাসিক সম্পর্কিত

আমার একজন নিকট আত্নীয়ের প্রতি মাসে ৫-৭ দিন হায়েযের রক্ত থাকে। রক্তের কালার লাল, হলুদ থাকে, কখনও সাদা হয় না। আমরা জানি মহিলাদের হায়েযের রক্তের কালার লাল, হলুদ, মেটে, কালো ইত্যাদি হয়ে থাকে, যখন হায়েযের রক্ত (স্রাব) এর কালার সাদা হবে তখন হায়েয এর শেষ সীমা ধরা হয়। বর্ণিত আত্নীয়ের কখনও হায়েযের রক্ত (স্রাব) এর কালার সাদা না হওয়ার কারণে হায়েযের শেষ সীমা নির্ণয় করা যাচ্ছে না। এ অবস্থায় প্রায় দেড় বছর অতিক্রান্ত হতে চলেছে। এই অবস্থায় নামায, রোযা ইত্যাদি কিভাবে পালন করবে। কুরআন-হাদীসের আলোকে জানালে উপকৃত হব। উল্লেখ্য, বর্তমানে এক জন মুফতী সাহেবের পরামর্শে ত্রিশ দিন হিসাবে দশ দিন হায়েয এর সময় এবং বাকী বিশ দিন সুস্থ সময় হিসাব করা হয়। এর মধ্যে কোন সময় বিশ দিন সুস্থ সময়ের মধ্যে এবং কোন সময় দশ দিন হায়েয এর সময়ের মধ্যে ৫-৭ দিন হায়েযের রক্ত ভাঙ্গে।