ব্যাবসা সংক্রান্ত মাসআলা

প্রশ্নোত্তর বিভাগCategory: ধর্মীয় জিজ্ঞাসাব্যাবসা সংক্রান্ত মাসআলা
আসসালামুয়ালাইকুম  আমার এক বন্ধু,আমাকে এই বিসয় টী দিয়েছে জানার জন্য তাই আমি আপনাদের সরনাপন্ন হলাম। দয়া করে উকতর দিলে ভাল হয় ।    আমার প্রশ্ন হল কেউ যদি একটা কোম্পানির কাজ করলো অনলাইনে। এখন ঔ অনলাইনে ইনকাম টা হালাল হয় নাই পরবতীতে সে জানতে পারছে। এবং তখন থেকে সে আর ঔ অনলাইনে ইনকাম টা বন্ধ করে দিয়েছে। এখন প্রশ্ন হল অনলাইনের পাশাপাশি সে একটা ব্যাবসা করল।। এখানে সে হালাল টাকা এবং অনলাইনের টাকা সহ আছে যেটা হারাম টাকা আছে সে জানতে পারলো। এখন প্রশ্ন হল সে আগে জানতো না যে তার অনলাইনে ব্যাবসা টাকা টা হারাম। মূল কথা এখন যেহেতু অনলাইনে পাশাপাশি একটা ব্যাবসা করতো। ঔ ব্যাবসা মধ্যে অনেক টাকা ইনভেস্ট করছে। এখানে হালাল এবং হারাম টাকা আছে। তবে সে আগে থেকে জানতো না যে অনলাইনে ব্যাবসা টাকাটা হারাম। এখানে হালাল আর হারাম টাকা আছে। তার নিজের যে ব্যাবসা টাকা ইনভেস্ট করছে ওখান থেকে ইনকাম হচ্ছে। এখন তার নিজের ব্যাবসা থেকে যেটা ইনকাম হচ্ছে সেটা হালাল হবে কিনা।? যেহেতু দুই ধরনের টাকা আছে এখানে। একটা হালাল টাকা আরেকটি হারাম টাকা।(তবে হারামের টাকা সে আগে জানতো না তখন হালাল ইনকাম মনে করে তার নিজের ব্যাবসা ইনভেস্ট করছে?   কারন সে জানতো না যে অনলাইন থেকে যেটা ইনকাম হচ্ছে সেটা হারাম টাকা।পরবর্তীতে জানার পর সে আর অনলাইন থেকে আর ইনকাম করে নাই। কারন এটা হারাম টাকা।কিন্তু সে অনলাইনের পাশাপাশি আরেকটি হালাল ব্যাবসা করতো। কিন্ত ঔখানে সে অনেক টাকা বিনিয়োগ করছে ঔ হারাম ইনকাম থেকে। যেহেতু এখানে দুই ধরনের টাকা আছে। একটা হালাল টাকা আরেকটি হারাম টাকা। এখানে মূল প্রশ্ন হল এখান কি সে হালাল ব্যবসায় যেটা করে সেটা থেকে যেটা ইনকাম হচ্ছে সেটা কি হারাম হবে।যেহেতু দুই ধরনের টাকা আছে।আবারও তোকে বুঝিয়ে বলি। ।সে হালাল ব্যবসা টাকা বিনিয়োগ করার সময় সে জানতো না তার অনলাইনে ব্যাবসা টা হালাল টাকা না। যেহেতু এখানে সে বিনিয়োগ করছে হালাল ব্যবসায় মধ্যে।