বডব্যান্ড ইন্টারনেটের ব্যবসা সম্পর্কিত প্রশ্ন

প্রশ্নোত্তর বিভাগCategory: ধর্মীয় জিজ্ঞাসাবডব্যান্ড ইন্টারনেটের ব্যবসা সম্পর্কিত প্রশ্ন
আরাফাত asked 4 years ago
আস্সালামু অলাইকুম ওয়া রহমাতুল্লাহ্,   মুহ্তারাম, আমরা কয়েকজন বন্ধু মিলে বিগত ৩ মাস যাবত বডব্যান্ড ইন্টারনেটের ব্যবসা শুরু করি । মানুষকে ইন্টারনেটের সংযোগ দেয়ার জন্য আমরা সরকারী বৈদ্যুতিক খুঁটিতে বক্স স্থাপন করি এবং সেই বক্স এর ২ টি ডিভাইসে সরকারী খুঁটি হতে বৈদ্যুতিক সংযোগ দেই । ডিসেম্বর মাস পর্যন্ত অনুরূপ ২৫ টি বক্সে বৈদ্যুতিক সংযোগ দেই যা ভবিষ্যতে আরো বৃদ্ধি পেতে পারে এবং এসবের বিনিময়ে আমরা সরকারকে কোন টাকা প্রদান করছি না । অন্যান্য সব ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবসায়ীরাও আমাদের মতই সরকারী বিদ্যুৎ ব্যবহার করছে । যেহেতু বিদ্যুৎ রাষ্ট্রীয় সম্পদ, এক্ষেত্রে আমাদের ব্যবসাটি কি শরীয়ত অনুযায়ী বৈধ ? বিঃদ্রঃ আমরা ছাএ ,এখন পর্যন্ত এই ব্যবসায় আমাদের ৬ লক্ষ এর মত টাকা বিনিয়োগ হয়েছে । এই পরিস্থিতিতে ব্যবসা ত্যাগ করার লোকসান সামলে উঠা আমাদের জন্য অতীব কষ্টকর । সবদিক বিবেচনায় আমাদের ব্যবসাটি অবৈধ হলে আমাদের করণীয় কি?