প্রতিবন্ধী সন্তান লালন পালনের বিনিময়ে পরকালে বিশেষ কোন প্রতিদান আছে কিনা

প্রশ্নোত্তর বিভাগCategory: ধর্মীয় জিজ্ঞাসাপ্রতিবন্ধী সন্তান লালন পালনের বিনিময়ে পরকালে বিশেষ কোন প্রতিদান আছে কিনা

আসসালামু \'আলাইকুম,মুহতারম,আল্লাহ আমাকে একটি মেয়ে সন্তান দান করেছেন, মেয়েটার বর্তমান বয়স বিশ মাস। মেয়েটা প্রতিবন্ধী। মেয়েটা এখনো বসতে দাঁড়াতে ও হাঁটতে পারে না। মেয়েটাকে লালন পালন করার জন্য আমাদের (বিশেষ করে আমার স্ত্রীর) সীমাহীন কষ্ট-যাতনা পোহাতে হয়। সামাজিক গঞ্জনা তো আছেই। আমরা একরকম সমাজবিচ্ছিন্ন জীবন যাপন করি। আমরা আমাদের সাধ্যমত মেয়েটাকে চিকিৎসা করিয়ে যাচ্ছি। এবং এ চিকিৎসা একটি লাইফটাইম চিকিৎসা। আমাদের জীবন অন্য দশটা দম্পতির মত সহজ স্বাভাবিক নয়, বড়ই কঠিন । আমরা আলহামদুলিল্লাহ যথাসাধ্য় দ্বীনের হুকুম আহকাম মেনে চলার চেষ্টা করি । এমন একটা অসুস্থ সন্তান লালন পালনের কষ্টের বিনিময়ে পরকালে আল্লাহর প্রতিদানই আশা করি ।আমার প্রশ্ন হল, আমাদের এই কষ্টের বিনিময়ে পরকালে কি আল্লাহ আমাদের বিশেষ কোন প্রতিদান দিবেন?

1 Answers

ওয়ালাইকুমুস সালাম। জি অবশ্যই। সন্তান লালন পালন এটা বাবা মার দায়িত্বই এমন নয়, বরং এর মাধ্যমে বাবা মা অশেষ নেকির অধিকারি হয়ে থাকেন। কাজেই আপনারা যে এক্সট্রা দুঃখ কষ্ট সইছেন, এর জন্যে পরকালে অবশ্যই আপনাদের জন্যে এক্সট্রা উপঢৌকন অপেক্ষা করছে ইনশাআল্লাহ তাআলা।

আল্লাহ আপনাদের মুসিবতকে আসান করে দিন। আমীন, ইয়া রাব্বাল আলামীন।