পিতা কর্তৃক স্বীয় কন্যার সাথে যিনার বিধান

প্রশ্নোত্তর বিভাগCategory: ধর্মীয় জিজ্ঞাসাপিতা কর্তৃক স্বীয় কন্যার সাথে যিনার বিধান
MD.EBRAHIM KHOLILULLAH asked 5 years ago

আমাদের এখানে একটা পুরুষ লোক তাহার নিজ ১৩-১৪ বছর বয়সের মেয়ের সাথে জিনা করেছে। এই লোকের জিনা করা অবস্থায় পাশের বাড়ির এক মহিলা দেখে ফেলেছে। এখন গ্রামের সকল লোকই জানে, উক্ত লোক নিজের মেয়ের সাথে জিনা করেছে । উক্ত পুরুশটি লজ্জায় কারো সাথে কথা বলে না, বেশি ভাগ সময় পালিয়ে থাকে। এখন আমার জানার বিষয় হলো, # ঐ লোকেরে স্ত্রী কি তালাক হয়ে যাবে ? এবং এটির ইসলামের বিধান কী ?

1 Answers
কাজটি যে নিকৃষ্টর হারাম ও কবিরা গোনাহ তা বলার অপেক্ষা রাখে না।  এই গর্হিত কাজটির মাধ্যমে হুরমতে মুসাহারা সাব্যস্ত হয়ে গেছে।  হুরমতে মুসাহারার একটি প্রকার হচ্ছে পিতা স্বীয় কন্যার সাথে সহবাস করা। এর হুকুম হল, এই কাজের দ্বারা পিতা মাতার বিবাহ চিরকালের জন্যে ভেঙ্গে গেছে। তারা আর কোনভাবেই পরস্পর ঘর সংসার করতে পারবেন না।  পৃথক থাকতে হবে।