দাড়িহীন ব্যক্তির পেছনে নামাজ

প্রশ্নোত্তর বিভাগCategory: ধর্মীয় জিজ্ঞাসাদাড়িহীন ব্যক্তির পেছনে নামাজ
MD Hossain asked 5 years ago

আসসালামুয়ালাইকুম কেমন আছেন..?দাঁড়ি নাই এমন ব্যক্তির পিছনে এক্তেদা করা যায়..?হানাফী মাযহাবের অনুসারী আমি প্রবাসী মসজিদে গিয়ে দেখি জামাত শেষ দ্বিতীয় জামাত হচ্ছে অথবা আমি গিয়ে আরেকটা জামাত করতে পারবো কোরআন সুন্নাহ ইজমা কিয়াস থেকে উত্তর চাই

1 Answers

প্রথমত আপনাকে গুছিয়ে প্রশ্ন লেখার জন্য অনুরোধ করা যাচ্ছে। আপনি কয়টা প্রশ্ন করেছেন তা আমাদের কাছে স্পষ্ট নয় দয়া করে প্রত্যেকটি প্রশ্ন আলাদা ভাবে করবেন। আমরা এখানে আপনার শুধু প্রথম প্রশ্নটির উত্তর দিচ্ছি বাকি গুলোর উত্তর পেতে পুনরায় প্রশ্ন করুন।

দাড়ি বিহীন ফাসেক ইমামের পিছনে নামাজের হুকুম:-
যদি এমন হয় যে ইমাম সাহেব দাড়ি মুন্ডন করেন তাহলে তিনি ফাসেক হিসেবে গণ্য হবেন। আর ফাসিকের পিছনে ইক্তিদা করা মাকরূহে তাহরীমী। অর্থাৎ অন্য ইমাম থাকা অবস্থায় অথবা ইমামের যোগ্য অন্য ব্যক্তি উপস্থিত থাকা অবস্থায় উক্ত ফাসেক এর পেছনে নামাজ পড়া নাজায়েজ।

আর যদি এমন হয় যে জন্মগতভাবে ইমাম সাহেবের দাড়ি নেই তাহলে তো কোন সমস্যাই নেই।

امامة الفاسق مكروهة تحريما (طحطاوى على الراقى-244، فصل فى بيان الاحق بالامامة)