থিসিস পেপার এর কাজ করে দেয়ার বিনিময়ে টাকা নেয়ার হুকুম কি?

প্রশ্নোত্তর বিভাগCategory: Questionsথিসিস পেপার এর কাজ করে দেয়ার বিনিময়ে টাকা নেয়ার হুকুম কি?
Faiz Muhammad AL-Noman asked 3 years ago

থিসিস পেপার এর কাজ করে দেয়ার বিনিময়ে টাকা নেয়ার হুকুম কি?

আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,

বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সের ডিগ্রি অর্জনের জন্য থিসিস পেপার বা রিসার্চ পেপার জমা দিতে হয়। অনেকেই দেখা যায় যে টাকার বিনিময়ে তাদের রিসার্চ পেপারের সম্পূর্ণ বা আংশিক কাজ অন্য কাউকে দিয়ে করিয়ে থাকেন, অনেক ক্ষেত্রে ব্যাস্ততার কারনে নিজে কাজটি করতে পারেননা অথবা গবেষণার তথ্য উপাত্ত বিশ্লেষণের মাধ্যমে ফলাফল বের করার জন্য যেসব সফটওয়্যার এর ব্যবহার জানা থাকা দরকার সেগুলোর ব্যাপারে অনেকেরই সম্যক জ্ঞ্যান থাকে না।এক্ষেত্রে তিনটি বিষয় উল্লেখযোগ্যঃ১. গবেষণা কাজের সময় সংগৃহীত প্রকৃত তথ্য-উপাত্ত দিয়েই তাদের রিসার্চ পেপার প্রকাশ করেন। এই ক্ষেত্রে গবেষণা পত্রের মুল বিষয়টির হিসাব নিকাশ অর্থাৎ তথ্য-উপাত্ত বিশ্লেষণ (Data Analysis) করার মাধ্যমে ফলাফল বের করানোর কাজটিই শুধু অন্যকে দিয়ে করিয়ে থাকেন (যেহেতু সফটওয়্যার ইত্যাদির ব্যাপারে তাদের ধারনা থাকে না), বাকি অংশ নিজেরাই করে থাকেন।২. প্রকৃত তথ্য বা data দিয়ে তারা তাদের রিসার্চ পেপার প্রকাশ করেন তবে ভুমিকা থেকে শুরু করে তথ্য উপাত্ত বিশ্লেষণ (Data Analysis), উপসংহার অর্থাৎ সম্পূর্ণ থিসিস পেপার টাকার বিনিময়ে আরেকজনকে দিয়ে করিয়ে নেন।৩. অনেকের কাছে তাদের গবেষণা কাজের কোন তথ্য-উপাত্তই (Data) থাকে না, তারা সম্পূর্ণ কাজটিই অন্যের মাধ্যমে করিয়ে থাকেন। অর্থাৎ, কাল্পনিক তথ্য-উপাত্ত দিয়ে গবেষণার ফলাফল বের করানো থেকে সম্পূর্ণ থিসিস পেপার টাকার বিনিময়ে আরেকজনকে দিয়ে করিয়ে নেন।

আমার প্রশ্ন হচ্ছে, কেউ যদি থিসিসের আংশিক বা সম্পূর্ণ কাজ করে দেয়ার বিনিময়ে টাকা নেয় সেটা জায়েজ বা হালাল হবে কি না?অনুগ্রহ পূর্বক বিষয়টির শরয়ী সমাধান দিয়ে বাধিত করবেন।

ফয়েজ মুহাম্মাদ আল-নোমান

মিরসরাই, চট্টগ্রাম।

Email Address: noman3303@gmail.com

Mobile No.: 01842 542400