তালাক সংক্রান্ত প্রশ্ন

প্রশ্নোত্তর বিভাগCategory: ধর্মীয় জিজ্ঞাসাতালাক সংক্রান্ত প্রশ্ন
হুজুর ! আছ ছালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ ।      বাদ আরজ, আমি অত্যন্ত দুঃখের সহিত জানাইতেছি যে, গত ০৯/০৩/২০২০ইং তারিখে পারিবারিক কলহের সময় আমি রাগ দমন করতে না পারায় ঘরের কিছু জিনিসপত্র ভাংচুর করি । এমনকি শো-কেইচে লাথি মারি, যদ্দরুন শো-কেইচের গ্লাসে পা কেটে রক্তাক্তও হই । বাবা-মাকে গালি গালাজ সহ স্ত্রীকে মারপিট করি । এক পর্যায়ে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলি এবং বলি আজ থেকে বউ-বাচ্চা, মা-বাবা, গরু-বাছুর, হাস-মুরগী, বাড়ী-ঘর সবকিছু তালাক, তালাক, তালাক । এবাড়িতে আর কোনদিন আসব না । পরে যখন সুস্থ হই তখন ভাবলাম একি করলাম । অনেক চিন্তা ভাবনা করে স্ত্রীকে বাপের বাড়ী পাঠাইয়া দেই । এখন পর্যন্ত সে বাপের বাড়িতে অবস্থান করছে । উল্লেখ্য যে, আমার দুইটি কণ্যা সন্তান রয়েছে এবং স্ত্রী ৪ মাসের গর্ভবতী । বর্তমানে দু-পক্ষের মাঝে এবিষয়টি নিয়ে খুব সমস্যা হচ্ছে ।      এমতাবস্থায় শরীয়তের আলোকে ফতোয়া দিয়ে অতি দ্রুত বিষয়টি সুরাহা করিতে আপনার একান্ত মর্জি হয় । নিবেদক মোঃ কামরুল ইসলাম মোবাইল : 01712-685116 পক্ষে : মাওলানা মাহমুদুল হাসান, গাইবান্ধা । মোবাইল : 01789-323225
1 Answers
Best Answer
প্রশ্নে বর্ণীত সুরতে একে একে ৩ বার তালাক বলে ফেলায় আপনার স্ত্রীর উপর ৩ তালাক পতিত হয়ে বিবাহ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে। এখন আর ওই স্ত্রীর সাথে সংসার করার কোন উপায় নেই। যদি তাকে অন্য পুরুষ বিয়ে করে এবং সে তালাক দেয়। তাহলে আপনি পুনরায় বিয়ে করতে পারেন। অন্যথায় না জায়েজ ও হারাম হবে।