গিবত বা পরনিন্দা বা তহমত কি জায়েজ ?

প্রশ্নোত্তর বিভাগCategory: ধর্মীয় জিজ্ঞাসা গিবত বা পরনিন্দা বা তহমত কি জায়েজ ?
Md. Abdullah asked 4 years ago
 গিবত বা পরনিন্দা বা তহমত কি জায়েজ ? যদি জায়েজ বলা হয় তাহলে কিসের ভিত্তিতে জায়েজ হবে? কারো দোষ বর্ণনা করার ক্ষেত্রে কি শুধুমাত্র ইন্টারনেট বা সোশ্যাল মিডিয়ায় প্রাপ্ত তথ্যই যথেষ্ট হবে? নাকি সরে জমিনে তাঁর সাথে কথা বলা এবং তাঁর নৈকট্যশীল লোকজনের সাথে কথা বলে যথাযথ প্রক্রিয়ার তাহকীক করে তাঁর দোষ সম্পর্কে নিশ্চিত হওয়া জরুরী? যদি ইন্টারনেট বা সোশ্যাল মিডিয়ায় প্রাপ্ত তথ্যই যথেষ্ট তাহলে এর শরিয়তের ব্যাখ্যা কি ?