ঔষধ কোম্পানি প্রসঙ্গে

প্রশ্নোত্তর বিভাগCategory: ধর্মীয় জিজ্ঞাসাঔষধ কোম্পানি প্রসঙ্গে
Imran Hasan asked 4 years ago

আমি একজন ডাক্তার। ঔষধ কোম্পানি গুলো আমাকে বিভিন্ন জিনিস ( কলম খাতা ঔষধ ইত্যাদি) দিয়ে থাকে। কোম্পানি কর্তৃক প্রদানকৃত জিনিস গুলো গ্রহণ ও ব্যবহার সম্পর্কে শরিয়তের হুকুম কি?

1 Answers

জি, এটি কোম্পানি কর্তৃক আপনাকে উপহার দেয়া হয়েছে বলে গণ্য হবে।

তবে এসব দেয়ার দ্বারা তাদের যদি এক্সট্রা বেনিফিট পাবার আশা করে, যেমন আপনি শুধু তাদের ঔষধই লিখবেন, অন্যদেরটা লিখবেন না, তাহলে এমনটা করা জায়েজ হবে না। শর্তহীন গ্রহণ করাতে কোন সমস্যা নেই।