ঋণ গ্রস্থ পিতাকে ঋণ পরিশোধের জন্যে জাকাত দেয়া যাবে কিনা ?

প্রশ্নোত্তর বিভাগCategory: ধর্মীয় জিজ্ঞাসাঋণ গ্রস্থ পিতাকে ঋণ পরিশোধের জন্যে জাকাত দেয়া যাবে কিনা ?
R. Islam asked 3 years ago

আমার পিত আমার অজ্ঞাত সারে ভিবিন্ন জায়গা থেকে ঋণ নিয়েছে .সংসারের ভরণ পোষণ আমিই করতেছি এবং সম্প্রতি আমি বিবাহ করি আমার পিতা আমাকে আগে বিবাহ দিতে ইচ্ছুক ছিলেন না ,আমার চাকরির বেতন বাড়ার পর যখন তারা দেখলো তাদেরও সাহায্য করতে পারবো তখন.আমার এখন ৩২ বছর চলে আর দুই মাস হলো বিয়ে করেছি .আমার পিতা তার সম্পদ নষ্ট করে ফেলেছে .বর্তমানে সে আমাকে না জানিয়ে সুদে ব্যাংক ও গ্রামে সুদে অনেক মহিলারা টাকা লাগায় তার থেকে টাকা নিয়ে নিজে ও আমাকে ব্যাপক মানসিক চাপে ফেলেছে .আমি কষ্ট করে টাকা কামাই করে প্রতি মাসের খরচ দিয়েও তাকে ৬ লক্ষ টাকা দিয়েছি ,মানসিক ভাবে তাকে আমি অপছন্দ করতে শুরু করেছি আর তার ঋণের বুঝা বহন করাও সম্ভব নয় ,আমি একজন বেসরকারি চাকরিজীবী ,চাকরি নিয়েই সারাক্ষন টেনশনে থাকতে হয় ,আমার কাছে যে অর্থ জমা আছে ঋণ তার চাইতেও বেশি আর আমার পরিবারের ভবিষ্যৎ চিন্তা করে আমি সব টাকা পিতাকে দিতেও পারি না ,কারণ সে আমাকে কোনো সম্পদ দেন নাই ,ভবিষ্যতে দিবেন কিনা বা দিলেও আমার তখন কাজে আসবে কিনা সন্দেহ ,তাকে আমি আর মোটেও বিশ্বাস করি না ,তাকে আমি চরমভাবে ঘৃণা করি ,সে কোনদিন আমাদের কথা শুনে নাই নিজের মন মতো চলে আজকে আমাকে বিপদে ফেলে দিচ্ছে .আমার জমানো বেতনের টাকায় যে জাকাত আসবে তা কি পিতার ঋণ পরিশোধে দেয়া যাবে ? অথবা ফেতরার টাকা ? আমি পিতার এই সুদের ঋণ নিয়ে খুব পেরেশানিতে আছি .