ইন্টারনেট এর ব্যবসা প্রসঙ্গে

প্রশ্নোত্তর বিভাগCategory: ধর্মীয় জিজ্ঞাসাইন্টারনেট এর ব্যবসা প্রসঙ্গে
Ahsan Nahid asked 5 years ago
ইন্টারনেট লাইন ভাড়া দিলে শরিয়তের দিক থেকে কোন নিষেধ আছে? (এখন আমি ঠিক জানি না যাকে ভাড়া দিব সে কি কাজের জন্য নিতে চায়)
1 Answers

الجواب باسم ملهم الصواب

ইন্টারনেটের হুকুম হবে ব্যবহারকারী হিসাবে। ব্যবহারকারী যদি এ থেকে নাজায়েয ও অবৈধ বস্ত্ত সার্চ করে তবে তার গুনাহ হবে। আর যদি বৈধ ও জায়েয বস্ত্ত সার্চ করে তবে জায়েয হবে। এক্ষেত্রে কোম্পানির কোন কসুর নেই।

কেননা,ইন্টারনেট হল তথ্যের এক বিশাল জগত। এখানে যেমন নাজায়েয বস্ত্ত, দুনিয়ার সকল অশ্লীল জিনিস আছে তদ্রূপ ভাল ও দ্বীনি বিষয়ে জানারও অনেক কিছু আছে। তাই ইন্টারনেটের উপর ব্যাপকভাবে কোনো হুকুম আরোপ করা দুষ্কর।

-الأدلة الشرعية-

*كما جاء في رد المحتار-(٣٥٠/٦).

*وكذا في بحوث في قضايا فقهية معاصرة-(٣٥٩/١).

والله أعلم بالصواب.