রাগের মাথায় স্ত্রীকে তালাক প্রসঙ্গে মোঃ মেরাজুল ইসলাম নোয়াখালী, হাতিয়া

প্রশ্নোত্তর বিভাগCategory: ধর্মীয় জিজ্ঞাসারাগের মাথায় স্ত্রীকে তালাক প্রসঙ্গে মোঃ মেরাজুল ইসলাম নোয়াখালী, হাতিয়া
Md Merajul Islam asked 4 years ago

আসসালামু আলাইকুমমুহতারম! জরুরি ভিত্তিতে সমাধান চাইবিষয় হল-শাশুড়ী আমার স্ত্রীকে উস্কানী দেওয়ার কারণে কিছু ঝগড়া হয়।তারপর একপর্যায়ে তাকে বলে ফেললাম যদি ছয় বছরের মধ্যে তোমার বাপের বাড়ীতে যাও (উদ্দেশ্য ছিল যদি আমরা সেচ্ছায় দেই তাহলে যেতে পারবে)তাহলে তুমি তিন তালাক!(এমনিতেই আমি অকারণে রাগ করি না আর রাগ উঠলে মেজাজ খিটখিটে হয়ে যায়)তারপর সে বললো আমি যামু,যামু যামুতারপর আমি(যামু যামু বলার কারণে) বলেছিলাম, তুমি তালাক হয়ে গেছোএরপর আরো অনেক কথা কাটাকাটি হয়এখন আমার প্রশ্ন বর্ণিত অবস্থায় আমার স্ত্রী কি তালাকপ্রাপ্তা হয়েছে???আরযদি তালাক প্রাপ্তা হয়ে যায় তাহলে করণীয় কি আর না হলেও করণীয় কি???জানিয়ে বাধিত করার জন্য জনাবের সুমর্জি কামনা করছি।