মেহেরাবে দাঁড়িয়ে ইমামতি করা- “ইবনে মাসউদ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি মেহরাবের মধ্যে নামায আদায় করা অপছন্দ করতেন (মাকরূহ মনে করতেন)।তিনি বলেন, এ মেহেরাবগুলো ছিল গির্জায়; কাজেই তোমরা ইয়াহুদী-নাসারাদের অনুসরণ করো না। (মুসনদে বযযার,হাঃ ১৫৭৭)-