মুহাম্মাদ জাহিদ,সাভার,ঢাকা।
আসসালামু আলাইকুম হুযুর,আমি সম্প্রতি মাসিক আদর্শ নারী পত্রিকায় নিম্মের একটি মাস-আলা জানতে পেরেছি। এটা কী সঠিক?“
সাতজনে মিলে কুরবানী করলে সবার অংশ সমান হতে হবে। কারো অংশ এক সপ্তমাংশের কম হতে পারবে না। যেমন কারো আধা ভাগ, কারো দেড় ভাগ। এমন হলে কোনো শরীকের কুরবানীই সহীহ হবে না। -বাদায়েউস সানায়ে ৪/২০৭”
এখানে প্রশ্ন হলো যে এখানে সহীহ হবে না বলতে কী বোঝানো হচ্ছে? কুরবানী কী তাহলে বাতিল হবে?