আসসালামুয়ালাইকুম,আমার জিজ্ঞাসা:বিষয়: evaly.com.bd নামের দেশীয় একটি ই-কমার্স সাইট থেকে অগ্রিম মূল্য পরিশোধ করার শর্তে বাজার মূল্যের তুলনায় 45% কমে পণ্যের অর্ডার করার পর 45 কর্মদিবস সময়সীমা অতিক্রান্ত হয় সেই পণ্যের বাজার মূল্য পরিশোধ করা হলে, গ্রাহক হিসেবে তা গ্রহণে, ইসলামী শরীয়া অনুযায়ী বৈধতা প্রসঙ্গে!মাননীয় মুফতি সাহেব,আমি গত অক্টোবর মাসে শুরুর দিকে evaly.com.bd অনলাইন সবথেকে একটি মোটর বাইকের অর্ডার করি তাদের নিয়ম অনুযায়ী তিন দিনের মধ্যে আগাম সমুদয় মূল্য পরিশোধ করি এক লক্ষ 8000 প্রায়, তাদের নিয়মে বলা হয় 45 কর্ম দিবস (যা প্রায় দুই মাস সময়ে হয়ে থাকে) পর পণ্য ডেলিভারি করা হবে যা বাজার মূল্যের তুলনায় প্রায় 67 হাজার টাকা কম, কিন্তু তারা তিন মাস পার হওয়ার পরেও পণ্য দিতে ব্যর্থ হলে ফোন করে জানায় পণ্য পেতে আরো বেশ খানিকটা সময় বিলম্ব হবে আপনি চাইলে বাজার মূল্য যাকে এমআরপি বলে একাউন্ট পে চেক গ্রহণ করতে পারেন,এক্ষেত্রে জানার বিষয় হল এমত অবস্থায় কম মূল্যে অর্ডার করা পণ্য দিতে ব্যর্থ হলে বাজারমূল্যে টাকা ফেরত নেয়া ইসলামী শরীয়া আইন অনুযায়ী বৈধতা কতটুকু,এ ব্যাপারে কুরআন ও সুন্নাহের আলোকে সুস্পষ্ট দলিল সহ বিস্তারিত উত্তরের অপেক্ষায় রইলাম!আশা করি যত দ্রুত সময়ের মধ্যে সম্ভব উপরোক্ত বিষয়ে কোরআন সুন্নাহর আলোকে উত্তর দিয়ে আমায় কৃতজ্ঞ করবেন!ইতি জহিরতাজ, নরসিংদী।
Please login or Register to submit your answer