ব্যবসা

Burhan Uddin asked 3 years ago

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ...আমি একটি ই-কমার্স সাইটে বাই\'য়ে সালামের ভিত্তিতে ৫০% ডিসকাউন্টে ১৫ হাজার টাকায় একটি ফোন অর্ডার করি। প্রায় ৩ মাস পর স্টকে না থাকার কারণে তারা আমাকে এই ফোনের MRP (মার্কেট প্রাইস)রিফান্ড করেছে ৩০ হাজার টাকা। আমি যতটুকু জেনেছি এবং পড়েছি বাই\'য়ে সালাম চুক্তিতে যদি বিক্রেতা কোন কারণে পণ্য দিতে ব্যর্থ হয় তাহলে ক্রেতা তার মূল টাকা ফেরত পাবে। কিন্তু একজন ভাই (আহলে ইলম) আমাকে মুফতী তাক্বী উসমানী দা.বা. এর হাওলা দিয়ে বললেন উনি নাকি বলেছেন এই অতিরিক্ত টাকা দিয়ে সেইম প্রোডাক্ট বাজার থেকে কেনা যাবে। তবে অন্য কোন প্রোডাক্ট বা নিজ প্রয়োজনে এই অতিরিক্ত টাকা খরচ করা যাবে না। আমি Redmi Note 10 Pro অর্ডার করেছিলাম। তাহলে ভাইয়ের বক্তব্য অনুযায়ী আমি অতিরিক্ত টাকা দিয়ে বাজার থেকে সেইম প্রোডাক্ট তথা Redmi Note 10 Pro কিনতে পারবো।জানার বিষয় হচ্ছে, এই ভাইয়ের বক্তব্য কি সঠিক? যদিও আমি উনাকে বলেছি হাওলা দেওয়ার জন্য কিন্তু উনি কোনো উত্তর দেননি। যদি উনার বক্তব্য সঠিক না হয় তাহলে এই ক্ষেত্রে শরীয়তের মাস\'আলা কী? মেহেরবানি করে হাওলাসহ উত্তর দিলে উপকৃত হতাম।জাযাকুমুল্লাহ খাইর...