আসসালামুআলাইকুম।
বিমানে সফর করার সময় যদি নামাজের সময় হয় অথচ কেবলা অজানা, আবার নামাজের সময় পার হয়ে যাবে, এ বিষয়ে কি করণীয়?
আবার নামাজের সময় বিমানের ভেতর কিভাবে ঠিক করব, মানে কোন জায়গার ওয়াক্ত বিবেচনা করব?
বিমানে সফর করার সময় যদি নামাজের সময় হয় অথচ কেবলা অজানা, আবার নামাজের সময় পার হয়ে যাবে, এ বিষয়ে কি করণীয়?
আবার নামাজের সময় বিমানের ভেতর কিভাবে ঠিক করব, মানে কোন জায়গার ওয়াক্ত বিবেচনা করব?
1 Answers
বিমানে ভ্রমণের ক্ষেত্রে কম্পাস দিয়ে কেবলা নির্ধারণ করে নেবে।
বিমান যেকোনো দিকে ফিরুক না কেন নামাজ আদায়কারীর বুক কেবলার দিকে হতে হবে অর্থাৎ বিমান দিক বদলালে আপনাকেও দিক বদলে কেবলা মুখি হতে হবে।
বিমান যেকোনো দিকে ফিরুক না কেন নামাজ আদায়কারীর বুক কেবলার দিকে হতে হবে অর্থাৎ বিমান দিক বদলালে আপনাকেও দিক বদলে কেবলা মুখি হতে হবে।
সাধারণত বিমান যখন যে এলাকায় থাকে বিমানের ভিতরে সে ব্যাপারে তথ্য দেয়া থাকে। সে অনুযায়ী নামাজের সময় নির্ধারণ করে নিবেন।
Please login or Register to submit your answer