আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ
আমার বিয়ে হয়েছে প্রায় আট বছর।কোন সন্তান নেই।আমাদের যখন বিয়ে হয় তখন আমাদের দুজনেরই বয়স উনিশ বছর।আমাদের বিয়ে হয় একটি কাজী অফিসে এবং সেখানে সাক্ষী ছিলো আমাদের কিছু পরিচিত মানুষ,কবুলও বলেছি।তখন আমাদের দুজনের বাড়ির অভিভাবক বিয়ের বিষয়টি জানতোনা। এর কিছুদিন পর তাদেরকে বিয়ের ব্যাপারটি জানালে তারা বেশি দ্বিমত না করেই বিষয়টি মেনে নেন।আমাদের সবার মধ্যে সম্পর্ক খুবই ভালো।শশুরবাড়ির সবাই আমাকে খুবই ভালোবাসেন।আমার প্রশ্ন হচ্ছে যেহেতু অভিভাবক বিয়ের সময় উপস্থিত ছিলেন না তাহলে আমাদের বিয়েটি কি সঠিক হয়েছে?জানাবেন ইনশাআল্লাহ।