তখন আমি সবেমাত্র স্কুলে ভর্তি হয়েছি। চট্টগ্রাম শহরে অনেক দূর-দূরান্তের মানুষদের সাথে পরিবারসহ ভাড়া থাকতাম। তখন ভালোমন্দ তেমন বুঝতে শিখিনি। পাশের ভাড়াটে এক লোকের একটি ঘড়ি চুরি করে নষ্ট করে ফেলেছিলাম। লোকটি জানেনি যে, আমিই তার ঘড়ি নিয়েছি। ইসলাম তো বলে হক্কুল ইবাদ বা বান্দার হক কখনো ক্ষমাযোগ্য নয়। এখন আমি কী করতে পারি ? অনেক পরে বড় হয়ে আমি যখন বুঝলাম যে, কাজটা আমি ভীষণ অন্যায় করেছি, ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। লোকটার পরিবারের কাউকেই আমি আর খুঁজে পাইনি। সম্ভবত তারা খুলনার লোক ছিলো। হয়তো তারা সেখানেই চলে গেছে।এখন আমি কিভাবে এই হক আদায় করতে পারি ? আমি ভীষণ শঙ্কিত। প্লিজ, ইসলামে এর সমাধান কী আমাকে দয়া করে জানালে অনেক উপকৃত হবো। আমার ধারণা হয়তো অবশ্যই আল্লাহ তায়ালা এর সমাধান রেখেছেন।