আমার স্ত্রী খুব রাগী, তার রাগ উঠলে কোন কিছুই শুনতে চাই না , যা সে চাই তাই , সে রাগের মাথায় তার নিজের গলায় ছুরি ধরে আমাকে তালাক বলতে বলে , না হয় সে আত্তহত্তা করবে। এমতাবস্থায় আমি ছুরি তার হাত থেকে নামানোর জন্যে তালাক তালাক তালাক বলেসিলাম। এবং আমার এ জ্ঞান ছিলো না যে তালাক বললে তালাক হয় কিনা।সম্প্রতি আত্মীয়দের তালাক ঘটনার রিসার্চ করতে গিয়ে নিজের টার খবর মনে পরে। আমার বৌ ই আমাকে মনে করিয়ে দেয় সে এই কাজ করে সিল । তার পর ই আমার আরো দুইটা সন্তান হয় । বর্তমানই আমার তিন সন্তান। আমি মন থেকে তালাক বলি নাই এইটা মনে করতে পারি।
Please login or Register to submit your answer