ফিদিয়া সম্পর্কিত

Jahangir Hussain asked 4 years ago

আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ।

মুহতারাম,

আমার আব্বা গত কুরবানী ঈদের আগের দিন মারা গেছেন। আমার পিতা বার্ধক্যের দরুণ বেশ কয়েক বছর ধরে রোযা রাখার সামর্থ্য হারিয়ে ছিলেন।(অনুমানিক ৫/১০ বছর ধরে) প্রায় রমজানে আমার বোনরা আমাদের এখানে থাকতেন। বিদায় ফিদিয়া দেওয়া হয় নাই ।জানতে চাই এখন তার ফিদয়া আদায় করতে হবে কি না? একান্ত যদি দেওয়া লাগে তবে আমার বোনদের কি দেওয়া যাবে??? বিস্তারিত জানালে উপকৃত হব।