পালিয়ে বিয়ে ও তালাক

প্রশ্নোত্তর বিভাগCategory: Questionsপালিয়ে বিয়ে ও তালাক
অনিচ্ছুক asked 4 years ago
(নাম প্রকাশে অনিচ্ছুক)... আস-সালামু-আলাইকুম। প্রশ্নটি বড় হতে যাচ্ছে তাই ক্ষমা চেয়ে নিচ্ছি। বর্তমান বয়স ২৪। কলেজ জীবনে একটি মেয়ের সাথে সম্পর্ক। এরপর হঠাত করেই পারিপাবারিক অর্থনৈতিক সমস্যার কারণে মেয়েটিকে তার মা জোর করেই বিয়ে দিয়ে দেয়। সেখানে সংসারে সুখ না হওয়ায় মেয়েটি তালাক দেয় এবং ৫-৬ মাস পর আমরা কোন অভিভাবক ছাড়াই প্রাপ্তবয়স্ক ৩ জনকে সাক্ষী রেখে বিয়ে করি। মেয়ের পরিবার প্রথম দিকে রাজি না থাকলেও পরে ভালোভাবেই মেনে নেয়। কিন্তু আমার বাসায় বিয়ের ১ বছর পর জানানো হলে তারা মেনে নিতে চায় না। মেয়ের আগের বিয়ের কথা বলে। আমি তাদের বাসায়ই যাতায়ত করতাম। বিয়ের সময় মেয়ের সাথে কথা হয়েছিল ২০২০ সালের মাঝামাঝি তাকে আমার কাছে আনব। এর মধ্যে আমিও কিছু চাকুরীতে যেন ঢুকতে পারি। বিয়ের সময় মোহরানা ছিল ৪ লাখ। যেহেতু আমার পরিবার সাহায্য করছে না তাই ইচ্ছা আছে নিজের ইনকাম থেকে সেটা শোধ করার। আর যদি সামর্থ হয় তাহলে ৩ বছরে মেয়ে পালতে শ্বশুর বাড়িতে যা খরচ হয়েছে সেটা দিয়ে দেয়ার। কিন্তু পরিস্থিতি পালটে যায় যখন শেষ মাসিকের ১ মাস ৮ দিনের মাথায় সার্বিক বিবেচনায় সকলের সম্মতি ক্রমে এবরশন করানো হয়। এরপর থেকে মেয়ে আমাকে ভরসা পেতনা। বিয়ের আগে যেমন রাগ জেদ ছিল তেমনি আবার সেটা তার মাঝে বেড়ে গেল। বিয়ের আগে রাগ করলে সে আমার সাথে ঝগড়া করে অন্য ছেলেদের সাথে কথা বলত। এখন অবশ্য পরহেজগার হয়ে গেছে। কিন্তু এখন রেগে গেলে সে আমার বাবা মাকে ফোন করে বা মেসেজ দিয়ে কবে কি করবেন এসব বলে। এসব ভালোভাবে বললে সমস্যা ছিল না। কিন্তু সে বেয়াদবের মত কথা বলে। সে যখন যা বলে তাই করে। মাফ চাওয়ার কথা বললে না বলে দেয়। এবং আজ আবার একই কাজ করেছে। এবং বলেছে সংসার করলে শুধু আমার সাথে মিশবে। আমার বাবা মার সাথে না। তবে আমাকে মিশতে দিবে। এবং সে আমাকে যেকোনো একটা বেছে নিতে বলেছে। আমি তো একটাই ছেলে তাই বয়স কালে মা বাবকেও দেখতে হবে। বারা ফোন দিয়ে বলল সে আজ আবার এমন করেছে। আমি বললাম আমি কি করব তাহলে? বাবা বলল এটা তোমার ইচ্ছা। বললাম ছেড়ে দিব? বাবা বলল সেটা হলে আমার অনেক দুয়া থাকবে তোমার জন্য। আমি আমার বাবা মাকেও ভালোবাসি তাকেও। কিন্তু তার রাগ জেদ টা আমার পছন্দ না। কারণ এটার কারণেই আমাকে রেখে আরেকটা বিয়ে করেছিল। আমার প্রশ্নগুলো, আমাদের সংসার করা ভালো হবে নাকি তালাক? সংসার করলে করণীয় কি? আর তালাক দিলে করণীয় কি? মোহরানার টাকা আমার বাসা থেকে হয়ত দেয়ার সামর্থ নেই বা দিবে না। আমারও নেই। তবে যেহেতু মুসলিম আমি তাই দেয়ার ইচ্ছা আছে । সেক্ষত্রে ইসলামিক আইন অনুযায়ী এবং দেশের আইন অনুযায়ী তালাকের পর কতদিন সময় পাবো টাকা দেয়ার?