আসসালামু আলাইকুম আমি শেখ সফিকুল ইসলাম আমার বাবা অগ্রণী ব্যাংক এ চাকুরী করতেন তিনি এখন অবসরে আছেন পেনশনের টাকা দিয়ে বাড়ি করছেন। আমার প্রশ্ন হচ্ছে তার পাওয়া পেনশের টাকা ও তৈরি বাড়ি আমি ও আমার স্ত্রী আমাদের জন্য ব্যবহার করতে পারবো কি? ২য় পশ্ন আমার বাবার পেনশনের টাকা দিয়ে হজ করতে পারবেন কি? ইসলামের হুকুম কি এবং তার সন্তান হিসাবে আমাদের করনিয় কি?জানালে খুব উপকৃত হব।
Please login or Register to submit your answer