আসসালামু আলাইকুম...আমি লুকিয়ে বিয়ে করছি...আমাদের এখনো একসাথে থাকা হয় নি....আমাদের মোবাইলে কথা হচ্ছিল...সে আমাকে বলছিল যে তাকে বাসা থেকে দেখতে আসছে আগে...কিন্তু আমার জন্য সে থাকছে...ত আমার এটা মনে হইছে যে আমাকে ছোট করা হইছে...আমি বলছি রাগ করে যে..."যাও.. তোমার থাকা লাগবে না...আছো কেন.."
আমার প্রশ্ন হলো আমার এই কথায় কি বিয়ের কোন প্রব্লেম হবে..?..আমার নিয়ত ত স্পষ্ট মনে নাই...অনেক দিন আগের ঘটনা...আর আমি দিধা দন্দে ভুগি...ওয়াস ওয়াসাও থাকে...আমার ত মনে নাই আমার উদ্দেশ্য কি ছিল অই কথায়...আর মাসঅালা পরছিলাম যে কিছু কথা আছে যেগুলো বললে আর নিওয়ত থাকলে তালাক হওয়ার সম্ভাবনা থাকে..আমি ত ভালোবাসি তাকে...তাই ভয় লাগে কোন কথা বললাম নিয়ত কি মনে...এসব
মুফতি সাহেব আমার উপরক্ত কথায় কি বিয়ের কোন সমস্যা হতে পারে..?
আমাদের বাসায় রাজি... আল্লাহ চাইলে খুব তাড়াতাড়ি বাসা থেকেও বিয়ে দিবে। দুয়ার দরখাস্ত রইল।
আমাদের বাসায় রাজি... আল্লাহ চাইলে খুব তাড়াতাড়ি বাসা থেকেও বিয়ে দিবে। দুয়ার দরখাস্ত রইল।