হুজুর আমি আমার স্ত্রী কে পর্দার জন্য একদিন মোবাইল ফোনে অনেক গাল মন্দ করে এক পর্যায় বলে ফেলি যাদের সাথে দেখা দেওয়া ইসলামি শরীয়তে যায়েয নেই এমন কার সাথে যদি তুমি একটা কথা বল তাহলে এক তালাকম দুইটা কথা বল দুই তালাক তিনটা কথা বল তিন তালাক। তার পর আমার রাগ কমার পরে আমার স্ত্রী অনেক কান্নাকাটি করে এবং আমাকে বলে আপনি আপনার কথা উঠিয়ে নিন তখন আমি বললাম আমি যাহা বলেছি তাহাতো অন্যায়ভাবে অযৌক্তিক বলেছি। জরুরী প্রয়োজনে তো কথা বলতে হবে। তাছাড়া প্রয়োজনে কথা বলাতো ইসলাম জায়েজ করেছেন। আমি বললাম আমি আমার কথা উঠিয়ে নিলাম। আমার স্ত্রী একটা কওমি মাদ্রাসায় থেকে পড়াশোনা করতেন। একদিন সে মাদ্রাসা থেকে বাড়িতে যাবেন। আমাকে বলল আমি এখন কিভাবে যাব? গাড়িওলার সাথে তো কথা বলতে হবে। তখন আমি বললাম প্রয়োজনীয় কথা বললে কিচ্ছু হবেনা। তারপর তিনি বাড়িতে যাওয়ায় একটা অটো গাড়িতে তিনি একা হয়ে যান। তখন গাড়িওলা তাকে জিজ্ঞেস করলেন আপনি কোথায় যাবেন? তিনি স্থানের কথা বলেন। আবার গাড়িওয়ালা জিজ্ঞেস করলেন আপনি কোথায় থাকেন? এভাবে গাড়িওয়ালা তাকে চার পাঁচটা প্রশ্ন করেন আমার স্ত্রী গাড়িতে একা হওয়ার কারণে ভয়ে সব প্রশ্নের উত্তর দিয়েছেন। এক কথায় তাতে তিনটা কথার বেশি হয়েছে। এখন আমাদের শরিয়তের বিধান কি? জানালে চির কৃতজ্ঞ হব। অনেক মুফতী সাহেবদের কাছে ঘুরেছি। কেউ বলে তালাক হয়ে গেছে আবার কেউ বলে হয়নি। কেউ আমাকে সম্পূর্ণভাবে ফয়সালা দেয়নি। শেষ ভরসা করে আপনার কাছে ফয়সালা কামনা করছি।
Please login or Register to submit your answer