জ্বীন-ভূত বিশ্বাস করে শরীয়াহ বহীর্ভূত কাজ করা কতটুকু যৌক্তিক?

প্রশ্নোত্তর বিভাগCategory: ধর্মীয় জিজ্ঞাসাজ্বীন-ভূত বিশ্বাস করে শরীয়াহ বহীর্ভূত কাজ করা কতটুকু যৌক্তিক?
Md Al Amin asked 5 years ago
  • আমার ছোট মায়ের বাবার বাড়িতে জ্বীন-ভূত থেকে বাচার জন্য হিন্দুদের মত পূজার ঘর তুলে দিয়েছে। আমাদের  বাড়িতে আসার পর থেকে ছোট মায়ের সমস্যা বেড়ে চলেছে।ডাক্তারের চিকিৎসা কোন কাজে দিচ্ছে না।মাঝে মাঝেই ওঝা এসে চিকিৎসার নামে ছাগল, কবুতর অথবা মোরগ দেবতাদের নামে উতসর্গ করে। একজন সচেতন মুসলিম হিসেবে এমন অবস্থায় আমি কি করতে পারি?