আমাদের এখানে একটা পুরুষ লোক তাহার নিজ ১৩-১৪ বছর বয়সের মেয়ের সাথে জিনা করেছে। এই লোকের জিনা করা অবস্থায় পাশের বাড়ির এক মহিলা দেখে ফেলেছে। এখন গ্রামের সকল লোকই জানে উক্ত লোক নিজের মেয়ের সাথে জিনা করেছে । উক্ত পুরুশটি সরমে কারো সাথে কথা বলে না, বেশি ভাগ সময় পালিয়ে থাকে। এখন আমার জানার বিষয় হলো, # ঐ লোকেরে স্ত্রী কি তালাক হয়ে যাবে ? এবং এটির ইসলামের বিধান কী ?
Please login or Register to submit your answer