আসসালামু আলাইকুম। আমি শিবলী সাদিদ পূর্ণ, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ থেকে।১। কোন ধরণের গুনাহের কারণে কোনো নেক আমল কবুল হয় না/হবে না২। কোন ধরণের গুনাহের কারণে অতীতের সব নেক আমল বাতিল হয়ে যায়৩। কোন ধরণের গুনাহের কারণে বান্দার কোনো নেক আমল হাশরের ময়দানে কোনো কাজে আসবে না৪। কোন ধরণের গুনাহের কারণে বান্দা নবি (সঃ) এর শাফায়াত পাবে না৫। কোন ধরণের গুনাহের কারণে মীযানের পাল্লা ভারী হওয়ার পরও বান্দা জাহান্নামে যাবে৬।কোন ধরণের গুনাহের কথা প্রকাশ করাকে \"মুজাহারা\" বলা হয়?যেকোনো গুনাহ প্রকাশ করা নাকি যেসব গুনাহ আল্লাহ পুরো দুনিয়ার কাছ থেকে গোপন রেখেছেন সেসব গুনাহ প্রকাশ করা?