কাউকে মাল কিনে দিয়ে মুল্যের বেশি নেওয়া জায়েজ কিনা?

প্রশ্নোত্তর বিভাগCategory: ধর্মীয় জিজ্ঞাসাকাউকে মাল কিনে দিয়ে মুল্যের বেশি নেওয়া জায়েজ কিনা?
মোরশেদ আলম asked 8 months ago

1/আমি অনেক সময় বাড়িতে লোকদের ঔষধ কিনে দেই উদাহরণ যেমন ঔষধের মূল্য হলো 100টাকা আমি কিনি নব্বই টাকা দিয়ে 10 টাকা আমার লাভ এভাবে জায়েজহবে?2/আমি বাকিতে বা টাকা দিয়ে কিনে রাখি পরে তাদের থেকে ঔষধ দিয়ে টাকা নেই এভাবে অতিরিক্ত টাকা নিতে পারি ?অতিরিক্ত বলতে দোকানের মুল্যের বেশি নয় যেটা পার্সেন্ট হিসেবে পাই ওটা।এভাবে গ্রহন করা জায়েজ?