বেশীর ভাগ মুসল্লী ২ জন হাফেয সাহেবের পিছনে ঈশার পরে ২৭ দিনে খতম তারাবী পড়েন। কিন্তু কিছু মুসল্লী জামাতের সাথে ঈশার নামাজ পড়ে বাড়ী চলে যান। পরে মধ্যরাতে ভিন্ন ২ জন হাফেয সাহেবের পিছনে তারা তারাবী ও বিতর পড়েন। তারা প্রতিদিন ২ পারা করে পড়েন। এভাবে রমাজানে ২ খতম করতে চান। এই ২য় সুরত যায়েজ হবে কি?
Please login or Register to submit your answer